- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২২-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৫৪
গাইবান্ধায় ‘এক পল্লী এক পণ্য’ পল্লী পরিদর্শনে জন প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড.আসাদুজ্জামান
নিজস্ব প্রতিবেদক ►
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দুরীকরণ প্রকল্পের আওতায় আজ সোমবার গাইবান্ধা সদর উপজেলা বিআরডিবির আয়োজনে বোয়ালী ইউনিয়নের খামার বোয়ালী গ্রামে ‘এক পল্লী এক পণ্য’ মডেলে সৃজিত পণ্য ভিত্তিক পল্লী পরিদর্শন করা হয়। পণ্য ভিত্তিক পল্লী পরিদর্শন করেন জন প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা বিআরডিবির উপ-পরিচালক আব্দুস সবুর, সিনিয়র সহকারি কমিশনার মো. জুয়েল মিয়া, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, বিআরডিবির সদর উপজেলা কর্মকর্তা তাইজুল ইসলাম প্রমুখ।